উত্তর কোরিয়ায় যেতে পারছেন না জাতিসংঘ মহাসচিব

 

মাথাভাঙ্গা মনিটর: জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উত্তর কোরিয়া সফর বাতিল করেছে দেশটি। গতকাল বুধবার উত্তর কোরিয়া এ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার কেসং ইকোনমিক জোন পরিদর্শনে যাওয়ার কথা ছিল মুনের। উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্সটি পরিচালনা করে থাকে। তবে এ ধরনের আচরণকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বান কি মুন। মুন বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। এদিকে কী কারণে জাতিসংঘ মহাসচিবের সফর বাতিল করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি উত্তর কোরিয়া। গত ২০ বছরে জাতিসংঘের কোনো মহাসচিব উত্তর কোরিয়া সফর করেননি। বিবিসি।