জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ সূর্য তরুণ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরোজগঞ্জ একাদশ চ্যাম্পিয়ন। সরোজগঞ্জ একাদশ ২-১ গোলে বাংলামতি একাদশকে পরাজিত করে। গতকাল মঙ্গলবার বিকেলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সরোজগঞ্জ একাদশ ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল বিকেল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউজের সার্বিক সহযোগিতায় সূর্য তরুণ ছাত্রসমাজের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোয়াইট হাউজ সভাপতি সাবেক সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, যুগ্মসম্পাদক শঙ্কর শর্মা, সাবেক ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান রনি, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সবুর, শাকিল প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। রেফারির দায়িত্বে ছিলেন শিক্ষক হাসান, ধারাভাষ্যে ছিলেন খাইরুল বাসার।