স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোয়াইমেন হাসান জোয়ার্দ্দার অনিক অসুস্থ। গতকাল তাকে দেখতে তার বাড়িতে ফুল নিয়ে হাজির হন জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক রিংকু জোয়ার্দ্দারসহ অনেকে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মেম্বার, সিনিয়র সহসভাপতি পিন্টু রহমান জোয়ার্দ্দার, সহসভাপতি আতিকুর জামান রিন্টু, মামুন, ছেলুন, রুমান জোয়ার্দ্দার, আশরাফুল, মিলন, তুফান, মুকাদ্দেস, ছাত্রলীগ নেতা রাসেল, মিঠু, রাব্বি, মহিবুর. গফ্ফার প্রমুখ নেতৃবৃন্দ অসুস্থ নেতার পাশে হাজির হয়ে তার সুস্থতা কামনা করেন। নেতৃবৃন্দ ফুল দিয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান। এ সময় আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।