ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুরে নারী ও শিশু এবং মাদকদ্রব্য পাচাররোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী। এ অনুষ্ঠানে আলোচনা করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মুজিবনগর কোম্পানি কমান্ডার আবু তাহের, মুন্সিপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা খলিলুর রহমান ভুট্ট, আ.লীগ নেতা কাদের সর্দার, ইউপি সদস্য লিয়াকত আলী প্রমুখ। সীমান্তে নারী ও শিশু পাচারসহ মাদকদ্রব্যরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে বিজিবির পক্ষ থেকে।