ভ্রাম্যমাণ প্রতিনিধি: খানেকটা ঝিম মেরে থেকে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে চাঁদাবাজচক্র। চলছে নীরব চাঁদাবাজি। চাঁদাবাজ আতঙ্কে দিন কাটছে এলাকার মানুষের। বেশ কয়েক দিন ধরে দামুড়হুদার নবগঠিত নাটুদাহ ইউনিয়নে বিভিন্ন গ্রামে চাঁদাবাজচক্রের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেছে, কয়েক দিন ধরে চাঁদাবাজচক্র চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে দেয়া হচ্ছে মেরে ফেলার হুমকি। সপ্তাখানেক আগে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর সরকারি আমবাগানে চাঁদাবাজরা হামলা চালায় বাগান পাহারাদারদের ওপর। ৫/৬ জন পাহারাদারকে মারধর করে চাঁদা দাবি করে। তাছাড়া কখনো বিজয় আবার কখনো জনযুদ্ধের রাসেল পরিচয় দিয়ে ০১১৯৫-৩০৮৩০৭ /০১৮২৪-৯৮৪৫৫৩ নম্বর থেকে কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিকট মোটা অঙ্কের চাঁদাদাবি করে নানা রকমের হুমকি ধামকি দেয়া হচ্ছে। অনেকেই প্রাণের ভয়ে গোপনে চাঁদা পরিশোধ করছে বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান ফকির বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে তবে বিষয়টি খতিয়ে দেখবো। নীরব চাঁদাবাজরোধে পুলিশের তৎপরতা ও টহল জোরদার করার জন্য চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে সচেতনমহল।