তাবলিগের আমির হত্যা : স্ত্রীর স্বীকারোক্তি

 

স্টাফ রিপোর্টার: সিলেট শহরে তাবলিগ জামাতের আমির ইব্রাহিম আবু খলিলকে তার প্রথম স্ত্রী মোছাম্মৎ ফাতেহা মাশরুকা হত্যা করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম মো. শাহেদুল করিমের আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ এ তথ্য জানিয়েছেন।

ওসি সোহেল বলেন, এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক বিয়ে করা, তাবলিগের কারণে পরিবারে সময় না দেয়া, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে অনিশ্চয়তা থেকেই ফাতেহা স্বামীকে হত্যা করেছেন বলে জানিয়েছেন। ফাতেহার স্বীকারোক্তি অনুযায়ী ইব্রাহিম খলিলের বাড়ি থেকে রেলের একটি লোহার পাত ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকালে সিলেট শহরের চারাদিঘীর পাড়ে নিজের বাড়িতে ৫৫ বছর বয়সী খলিলের লাশ পাওয়া যায়।