জীবননগর ধোপাখালী স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উত্তেজনা : স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে এক পক্ষ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তুঘলকি ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার একটি গ্রুপ বিচারের দাবিতে স্কুলটিতে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা স্কুল কক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দেয়। পরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে হুইপ গ্রুপ হিসেবে পরিচিত প্যানেলের প্রার্থীদের মনোনয়নপত্র কাটাছেঁড়া করে বাতিল করার অভিযোগে এ ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সোমবার দুপুরে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। অভিযোগ তারা হুইপ গ্রুপের লোক। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পূর্বে তাদেরকে শিক্ষা অফিসারের রুমে ঢুকতে দেয়া হয়নি। এসময় ক্যাডার বাহিনী ভেতরে ঢুকে তাদের বৈধ মনোনয়নপত্রে কাটা-ছেঁড়া ও পরিবর্তন করে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে জহুরুল ইসলামের দাবি সুক্ষ্ম কারচুপির মাধ্যমে তার মনোনীত সমর্থনকারীর তথ্যের ভোটার নং ও পিতার নাম কাটাছেঁড়া ও পরিবর্তন করে প্রার্থিতা বাতিল ঘোষণা করা। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাতিল ঘোষণাকৃত প্রার্থীদের প্রার্থিতা বহালের দাবিতে রুনুর নেতৃত্বে একটি গ্রুপ গতকাল স্কুলটিতে তালা ঝুলিয়ে দেয়। এসময় তারা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি হতে এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেয়া হয়।

Leave a comment