ঘুষ দিতে গিয়ে ধরা খেলেন কেজরিওয়াল কন্যা!

 

মাথাভাঙ্গা মনিটর: দুর্নীতি রোধ করাই যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রধান এজেন্ডা এবার কিনা ঘুষ দেয়ার অপরাধে ফাঁসলেন স্বয়ং তার কন্যা! দিল্লির প্রাক্তন মুখ্যসচিব কেজরিওয়ালের কন্যার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন। দিল্লীতে দুর্নীতি কমা সংক্রান্ত কেজরিওয়ালের বক্তব্যের জের ধরেই অভিযোগের সূত্রপাত। কেজরিওয়াল দাবি করেছিলেন, তার শাসনকালে দিল্লিতে ৭০ থেকে ৮০ শতাংশ দুর্নীতি কম হয়েছে। দুর্নীতি কমার উদাহরণ হিসেবে তিনি জানান তার মেয়ের ড্রাইভিং লাইসেন্স নেয়ার সময় ঘুষ দিতে চাইলেও তা নিতে অস্বীকার করেছিলেন কর্মকর্তারা।

কেজরিওয়ালের দাবি, ড্রাইভিং লাইসেন্স নিতে গিয়ে তার কন্যা রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসের কর্মকর্তাদের মনোভাব বোঝার জন্যই নাকি বলেছিলেন তার কোনো বৈধ কাগজপত্র নেই। আরও একধাপ এগিয়ে কর্মকর্তাদের পরীক্ষা করার জন্যই তিনি বলেন ‘কিছু নিয়ে করে দিন না স্যার।’ কিন্তু তাতেও কাজ হয়নি। এখন কেজরিওয়ালের এ উদাহরণকে ধরেই অভিযোগ তুলেছেন ওই সরকারি কর্মকর্তা। দাবি তুলেছেন, মুখ্যমন্ত্রীর এ ধরণের বক্তব্য যাচাই করে দেখা উচিত। মুখ্যমন্ত্রী কন্যার ঘুষ দেয়ার প্রস্তাব ভারতের দুর্নীতি সংক্রান্ত আইনের লঙ্ঘন কি না তা যাচাই করে দেখা উচিত।