আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা প্রাইমপলিটেকনিক ইন্সটিটিউটের ৪র্থ পর্বের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা প্রাইমপলিটেকনিকের শিক্ষার্থীরা ৪ পর্বের সমাপনী বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রাইম পলিটেকনিকের হলরুমে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ শহীদ আজহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রাইম পলিটেকনিকের প্রতিষ্ঠাতা পরিচালক ইদ্রিস খান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, আল-ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আব্দুল হাই, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব, আতিকুর রহমান ও মুক্তিযোদ্ধা ফজলুল হক। প্রাইম পলিটেকনিকের শিক্ষক শামিম উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রাইম পলিটেকনিকের শিক্ষক বেলাল আহমেদ, শাহাজান, সোহানী ইয়াছমিন, ছাত্রছাত্রীদের মধ্যে কাজী কামরুজ্জামান, আলামীন, সাগর আলী, নাফিউল, আসিকুর, রতন, আশাদুল, সঞ্জয়, গৌরব, হুমায়ন, মাসুদ প্রমুখ।