ডাউকি প্রতিনিধি: আলমডাঙ্গার ডাউকি গ্রামে ধান ওড়ানো ফ্যানে জড়িয়ে এক মহিলা রক্তাক্ত জখম হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুর ২টার দিকে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ২ সন্তানের জননী নয়ন তারা নিজের বাড়িতে ধান ওড়ানো ফ্যানে কাপড় জড়িয়ে ঘুরতে ঘুরতে মেশিন বন্ধ হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী পাঠান। পরবর্তীতে অবস্থা আরো খারাপ হলে তাকে ঢাকায় রেফার করা হয়।