হরিণাকুণ্ডু প্রতিনিধি: গতকাল সোমবার বেলা দেড়টার দিকে গ্রীষ্মের খরতপ্ত নির্জন দুপুরে মোটরসাইকেলযোগে হরিণাকুণ্ডু থানা থেকে উপজেলা পরিষদ অভিমুখে ফিরছিলেন ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী এবং ফলসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান। হরিণাকুণ্ডু পৌরসভা সম্মুখের রাস্তার গতিরোধক অতিক্রমকালে এক বান্ডিল টাকা রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি নিজের হেফাজতে নেন। তিনি টাকার বিষয়টি উপজেলা পরিষদ মার্কেটে পৌঁছে নিউজ পেপার এজেন্ট বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার ঘোষসহ বিভিন্ন ব্যবসায়ী ও উপজেলা যাত্রী ছাউনিতে বসা লোকজনের নিকট টাকা প্রাপ্তির কথা প্রকাশ করে প্রকৃত মালিক অনুসন্ধানের জন্য সকলকে অনুরোধ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকার কোনো মালিকের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। অ্যাড. বজলুর রহমান টাকার প্রকৃত মালিককে তার সাথে যোগাযোগ করে উপযুক্ত তথ্য প্রমাণাদি দিয়ে হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।