রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি করে ভর্তির চেষ্টা : আটক ৫

 

স্টাফ রিপোর্টার: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তিতে জালিয়াতির ঘটনায় পাঁচজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলো ‘এফ’  ইউনিটে ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে মো. হাসান মিয়া, ‘সি’ ইউনিটে টাঙ্গাইলের সখিপুর থানার কাইলা গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু বকর সিদ্দিক, ‘বি’ ইউনিটে ফরিদপুরের সালথা থানার উজিরপুর গ্রামের বাবুল মোল্লার ছেলে মনিরুজ্জামান, ‘সি’ ইউনিটে পঞ্চগড়ের বোদা থানার করুণাময়ী গুপ্তা গ্রামের হরিশ চন্দ্র বর্মণের ছেলে  বাসুদেব রায় ও রংপুরের পাগলাপীর এলাকার মাহফুজার রহমানের ছেলে কামরুল হাসান। তারা জাল প্রবেশপত্র তৈরি করে অন্যকে দিয়ে পরীক্ষা দিয়ে চান্স পায়। গতকাল সোমবার ভর্তির জন্য সাক্ষাত্কার দিতে এসে ভাইভাবোর্ডে এটি ধরা পড়ে।