মেহেরপুরে পাচারের শিকার ১৭ জন ভিকটিমকে সহায়তা প্রদান

 

স্টাফ রিপোর্টার: মানব পাচারের শিকার ১৭ জন ভিকটিমকে গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর সদর উপজেলা মানব উন্নয়ন কেন্দ্র মউকের আয়োজনে ও রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সহায়তা প্রদান করা হয়।

মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাচারের শিকার ভিকটিমদের এ সহযোগিতা প্রদান করেন। জেলা লোকমোর্চা কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর ইউএনও মঈনুল হাসান, মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন, কলামিস্ট ও সাংবাদিক রফিক উল আলম। স্বাগত বক্তব্য দেন মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সহায়তা প্রাপ্তরা হলেন কাবিদুল ইসলাম, মিজানুর রহমান, জিয়ারুল ইসলাম, মহিরউদ্দিন, জাকারুল, ছাবিরুল, সিদ্দিক, মনিরুল ইসলাম, সামিরুল ইসলাম, মাজহারুল, জাহিদুল, সুকনাল আলী, সাজাহান আলী, মাহবুব ইসলাম, আক্তারুজ্জামান ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন সময়ে তারা প্রতারক আদম ব্যবসায়ীদের প্রতারণার শিকার হয়ে সহায় সম্বল বিক্রি করে পাচারের শিকার হন। ধার-দেনা করে দেশে ফিরে বর্তমানে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সভা শেষে মানবপাচারের শিকার ভিকটিম ৫ জনকে শ্যালোমেশিন, ধানমাড়াই মেশিন ৪টি, বাইসাইকেল ৩টি, মোবাইল সার্ভিসিং যন্ত্রপাতি ২ জনকে ও ১ জনকে কেঁচো সারের উত্পাদন সামগ্রী প্রদান করা হয়।

Leave a comment