মাথাভাঙ্গা মনিটর: আগামী মরসুমে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিগ ব্যাশে খেলতে পারেন পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত পেসার মোহাম্মদ আমির। তারকা এ পেসারের ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে। ম্যাচ ফিক্সিঙের অপরাধে আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞা আগামী আগস্টে শেষ হবে। এরপরই আন্তর্জাতিকসহ অন্যান্য টুর্নামেন্টে খেলতেও পারবেন আমির। বিগ ব্যাশে আমিরকে দলে ফেরাতে তার ম্যানেজারের সাথে ইতোমধ্যে আলোচনাও করেছেন টুর্নামেন্টের দুটি দল। বাঁ-হাতি এ পেসারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে মেলবোর্ন রেনেগেডস ও মেলবোর্ন স্টারস। আমিরের ম্যানেজার জানিয়েছে, আগামী মরসুমের জন্য মেলবোর্নে দুটি দল তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে। তবে আমির এখনো চূড়ান্তভাবে কিছু বলেননি।
বিগ ব্যাশে খেলবেন আমির
