দামুড়হুদার হোগলডাঙ্গায় এইচপিএল ক্রিকেটে ডালিম স্পোর্টিং জয়ী

 

দামুড়হুদা/নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার হোগলডাঙ্গা প্রিমিয়ার লিগ (এইচপিএল) ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনাল খেলা গতকাল সোমবার বিকেল ৪টায় হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই হোগলডাঙ্গা ক্রিকেট একাদশ টসজিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। ১৫৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডালিম খান স্পোর্টিং ক্লাব ১২ ওভার ৫ বল খেলে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ডালিম খান স্পোর্টিং ক্লাবের হয়ে ঝন্টু, রাজু, সোহেল, বুলবুল ও জহির এবং চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শিমুল এবং সাজু অংশ নেয়। ডালিম খান স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী আশরাফুল হক ডালিম মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Leave a comment