টয়লেটের গ্যাসে ৩ ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় টয়লেটের গ্যাসের বিষক্রিয়ায় ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিক রয়েছেন। গত রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার মনারটেক গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন অসুস্থ হয়েছেন। নিহতরা হলেন- দৈনিক ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি প্রদীপ শশী চাকমা এবং তার দুই ভাই হেভেন্টু চাকমা (৩৫) ও উভেন্টু চাকমা (৩২)। প্রদীপের স্ত্রী উজ্জ্বল চাকমা জানান, মধ্যরাতে উভেন্টু বাড়ির পাশের টয়লেটে গেলে স্ল্যাব ভেঙে গভীর গর্তে পড়ে যান। এ সময় তার চিৎকার শুনে প্রদীপ ও হেভেন্টু তাকে উদ্ধার করতে গেলে তারাও গর্তে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে তিন ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Leave a comment