জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে গতকাল সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চরম অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একটি গ্রুপের প্রার্থীদের মনোনয়নপত্র কৌশলে টেম্পারিং করে তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে। এ ঘটনায় বাদপড়া প্রার্থীসহ এলাকাবাসী ফুঁসে উঠেছে। দাবি উঠেছে এ নির্বাচন বন্ধ করে নতুন করে তফশিল ঘোষণার। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গতকাল দুপুরে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৪জন প্রার্থীর বাতিল ঘোষণা করা হয়। এ সময় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী জহুরুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে তার প্রার্থিতা বাতিলের কারণ জানতে চান। জহুরুল ইসলামের দাবি সুক্ষ্ম কারচুপির মাধ্যমে তার মনোনীত সমর্থনকারীর তথ্যের ভোটার নং ও পিতার নাম কাঁটা ছেঁড়া ও পরিবর্তন করে প্রার্থিতা বাতিল ঘোষণা করা। একটি পক্ষকে খুশি করতে এ কাজ হয়েছে বলে অভিযোগ।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি যেভাবে পেয়েছি সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদিকে ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের সাথে যোগাযোগের করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মতামত জানা সম্ভব হয়নি।