চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যরো: চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মূখার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে দু মহিলাসহ ৪ জনকে আটক করেছেন। গতকাল সোমবার এ ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, আলমডাঙ্গা বাবুপাড়ার আইনাল হোসেনের স্ত্রী ডালিমকে (৩২) ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। বেলগাছি গ্রামের কালামের স্ত্রী পারভীনকে (২৫) ২শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডালিম ও পারভীনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়মাইল মিলপাড়ার আক্কাচ আলীর ছেলে আনিচ খন্দকারকে (২৬) ২৫ গ্রাম গাঁজা ও একই পাড়ার নুরুল ইসলামরে ছেলে মিনারুলকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। পরে নির্বাহী মাজিস্ট্রেট ফারজানা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনিচ ও মিনারুলকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।