কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সোমবার বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় মাতৃদুগ্ধ দানের ওপর গুরুত্ব এবং শিশু খাবার ও মায়ের পুষ্টি বিষয়ক তথ্য কর্মশালায় তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রভাষ কুমার দাশের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাও. তাজুল ইসলাম। রিসোর্স পারসন ছিলেন হাসপাতালের আর, এমও ডা. আনজুমান আরা, ডা. জোবায়ের হোসেন, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো. খায়রুল ইসলাম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রজেক্ট অফিসার মো. রিপন খান। আরো উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফারজেল হোসেন, গোলাম সরোয়ার, শহিদুজ্জামান সেলিম ও মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন।