৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার: আগামী ৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে দেশব্যাপি অভিযান শুরু করবে পুলিশ। গতকাল রোববার দুপুরে পুলিশ সদর দফতরে আইজিপি এ.কে.এম শহীদুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আইজিপি বলেন, দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি মোটরযান আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা বিভিন্ন অপরাধ করছে। কিন্তু রেজিস্ট্রেশন না থাকায় তাদের সনাক্ত করা যাচ্ছে না। আইজিপি বলেন, ৩ জুন থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে দেশব্যাপি অভিযানে নামবে পুলিশ। এজন্য ১৫ দিন সময় দেয়া হলো। এর মধ্যে মোটরসাইকেল চালক/মালিকদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এ.কে এমন শহীদুল হক আরো বলেন, ৩ জুন থেকে অভিযান শুরুর পর রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হবে। যতোদিন রেজিস্ট্রেশন করা হবে না ততোদিন মোটরসাইকেল পুলিশের হেফাজতে থাকবে। তিনি জানান, ১৫ দিনের মধ্যে যাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে না তারা আবেদনের টাকা জমা দেয়ার রশিদ সাথে রাখবেন।ওই রশিদ দেখালে তাদের ছাড় দেয়া হবে।