মহেশপুর প্রতিনিধি: গতকাল রোববার সকালে মহেশপুর উপজেলার সামন্তা গ্রাম থেকে একাধিক মামলার আসামি মইনাল হোসেন (২৬) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ভৈরবা পুলিশ ফাঁড়ির এএসআই গাফ্ফার সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে হানা দেন। এ সময় একাধিক মামলার আসামি সামন্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মইনাল হোসেনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মহেশপুর থানায় বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।