স্টাফ রিপোর্টার: পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্মকর্তা সার্জেন্ট ইউনুছ আলী। গতকাল রোববার দুপুরে বিভাগীয় রেঞ্জ ডিআইজি মনির-উজ জামান শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার হিসাবে সার্জেন্ট ইউনুছের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। সার্জেন্ট ইউনুছ চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগে দায়িত্বরত আছেন। চলতি বছরের মার্চ মাসে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে যানবাহনে মামলা প্রদান ও জরিমানা আদায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কার বিতরণের সময় ডিআইজি বলেন, পুলিশের ভালো কাজের পুরস্কার ছোট হলেও তার সম্মান অনেক বড় ও গৌরবের। তিনি পুলিশ সদস্যদের জনগণের সেবার প্রতি আরো আন্তরিক হওয়ায় আহ্বান জানান। এ সময় অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানসহ খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এর আগেও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সার্জেন্ট ইউনুছ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।
এদিকে, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সার্জেন্ট ইউনুছ আলী শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন, পুলিশ সুপার রশীদুল হাসান ও ট্রাফিক ইন্সপেক্টর (ওসি) মাহবুবুর রহমান।