ফেসবুকে চুয়াডাঙ্গার একটি পরিবারের ছবি পোস্ট করে আপত্তিকর মন্তব্য : রাজবাড়ীর সোহাগ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী বেড়াভাঙার মীর রাকিবুল ইসলাম সোহাগকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতপরশু তাকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গ্রেফতার করে।

পুলিশ বলেছে, মীর রাকিবুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা ঈদগাপাড়ার একটি সম্ভ্রান্ত পরিবারের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি ও এক যুবতীর ছবি ফেসবুকে পোস্ট করে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি জানার পর গত পরশু যুবতীর পিতা তথা গৃহকর্তা বাদী হয়ে তথ্য প্রযুক্তি যোগাযোগ আইনে মামলা দায়ের করেন। এ মামলার একমাত্র আসামি রাজবাড়ীর বেড়াভাঙা গ্রামের আশরাফ আলীর ছেলে রাকিবুর ইসলাম হোসাগকে পরশু রাতে গ্রেফতার করা হয়। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

রাকিবুল ইসলাম সোহাগ এইচএসসি পরীক্ষার্থী। সে ফেসবুকে আইডি খুলে চুয়াডাঙ্গা ঈদগাপাড়ার একটি পরিবারের কিছু ছবি পোস্ট করে। যুবতীর পাশে নিজের ছবি যুক্ত করেও সে অপ্রচার করে ফেসবুকে। এসব অভিযোগে দায়ের করা মামলায় সোহাগকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।