মাথাভাঙ্গা মনিটর: ফ্রেঞ্চ লিগে মন্টপিলিয়ারকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত শনিবার মন্টেপিলিয়ারের মাঠে ২-১ গোলে জয় পায় লরেন্ট ব্লাঙ্কোর শিষ্যরা। পিএসজি’র হয়ে গোল করেন ব্লাইসে মাতুইদি ও ইজিকুয়েল লাভেজ্জি। অন্যদিকে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন অ্যানথনি মোনিয়ার। ম্যাচের ১৭ মিনিটেই পিএসজির হয়ে গোল করেন মাতুইদি। আদ্রিয়েন রাবিয়টের সহায়তায় গোল করেন তিনি। ২৫ মিনিটে সার্জে আউরের সহায়তায় দলের লিড দ্বিগুণ করেন লাভেজ্জি। ম্যাচের ৪০ মিনিটে গোল করে মন্টপিলিয়ারের ব্যবধান কমান মোনিয়ার। বিরতিতে থেকে ফিরে কোনো দলই গোল করতে না পারায় জয় নিশ্চিত হয় পিএসজির। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই তাদের শিরোপা নিশ্চিত হলো। দ্বিতীয় স্থানে থাকা লিঁওর তুলনায় ৮ পয়েন্ট এগিয়ে থেকে পিএসজি তাদের শিরোপা ধরে রাখলো।
পিএসজির টানা তৃতীয় শিরোপা জয়
