দারুণ জয়ে দ্বিতীয় স্থানে শেখ রাসেল

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ রাসেল। গতকাল রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শেখ রাসেলের জয়টি ২-০ গোলের। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে শেখ রাসেল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতার কারণে গোল পেতে ২১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। ২১তম মিনিটে শেখ রাসেলকে এগিয়ে দেয়া গোলটি করেন অধিনায়ক মিঠুন চৌধুরী। বক্সের জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করেন তিনি। বোজান পেট্রিসের গোলে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। ৩৯তম মিনিটে তপু বর্মণের ফ্রি কিক চট্টগ্রাম আবাহনীর রক্ষণ দেয়ালে লেগে ফিরে আসে। ফিরতি শটে লক্ষ্যভেদ করেন বসনিয়া-হার্জেগোভিনার এ ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধেও খেলার গতি ধরে রাখে শেখ রাসেল। এমিলি-কিংসলে চিগোজিরা অবশ্য আর গোল পাননি। তবে দলটির জয়ের পথে কোনো বাধা তৈরি করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে শেখ রাসেল। ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানেই আছে চট্টগ্রাম আবাহনী। আর ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

Leave a comment