মেহেরপুরে ডায়রিয়া রোগীদের জন্য স্যালাইন প্রদান

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলীর উদ্যোগে মেহেরপুর জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় স্যালাইন সহযোগিতা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ প্রশাসক একশ’ ব্যাগ স্যালাইন প্রদান করেন। স্যালাইন গ্রহণ করেন মেহেরপুর মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অলোক কুমার দাস। ওষুধ অভাবে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানিয়ে অ্যাড. মিয়াজান আলী জানান, প্রয়োজনের আরো স্যালাইন প্রদান করা হবে।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক ফাউন্ডেশন) কেন্দ্রীয় নির্দেশে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে এসে দাঁড়িয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে গতকাল শনিবার দুপুরের মেহেরপুর হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগীদের জন্য স্যালাইন সহায়তা প্রদান করেছেন। আসক ফাউন্ডেশন মেহেরপুর জেলার শাখার পক্ষ থেকে হাসপাতালে আরএমও ডা. অলোক কুমার দাসের হাতে ২ হাজার পিস ওরস্যালাইন তুলে দেয়া হয়।
স্যালাইন তুলে দেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন আসক মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, আসক’র সভাপতি কামারুজ্জামান খান, সহসভাপতি আলী আকবর, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, আসক’র নির্বাহী সদস্য জয়নাল আবেদীন, আশরাফুল আলম, রোগী কল্যাণ সমিতির লাইফ মেম্বার আবু বক্কর খান ফজলে রাব্বি প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ দিন ধরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। ক্রমবর্ধমান রোগীর চিকিৎসায় চরম ওষুধ সংকট দেখা দিয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ওষুধ ধার করে কোনো রকম চিকিৎসা সেবা চলছে।