মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে জামায়াত-শিবিরের সাত কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। গতরাত সাড়ে ৯টার দিকে তাদেরকে আটক করে মুজিবনগর থানা পুলিশ। সরকারবিরোধী সভা করার সময় তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মুফিদুল ইসলাম।
আটককৃতরা হচ্ছেন- মোনাখালী গ্রামের জামায়াত সমর্থক আজিজুল ইসলাম (৫২), শাহাবুদ্দীন (৩৫), ইসতারুল ইসলাম (৪৬), শহিদ ফরাজী (৩৬), হাফিজুর রহমান (৩৫) ও শাহিন আলম (৩৬) এবং শিবিরকর্মী আলমগীর হোসেন (২২)।
এসআই মুফিদুল ইসলাম জানান, মোনাখালী মধ্যপাড়া জামে মসজিদে শনিবার রাতে জামায়াত-শিবিরের সরকারবিরোধী গোপন সভা চলছে মর্মে গোপন সংবাদের ভিতিত্তে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেরে তারা মসজিদ থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই সাতজনকে আটক করা হয়। আজ রোববার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।