হরিণাকুন্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছোট ভাইকে কুপিয়ে খুন করার ঘটনায় বড় ভাই নাজমুলকে গ্রেফতার করেছে হরিণাকুন্ডু থানা পুলিশ। গত শুক্রবার রাতে হরিণাকুণ্ডু উপজেলার কালাপাহাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নাজমুল তার ছোট ভাইকে কুপিয়ে খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। বড় ভাইয়ের স্ত্রীর সাথে কামরুজ্জামানের পরকিয়ার কারণে তাকে খুন করেছে বলে সে জবানবন্দিতে জানায়।
উল্লেখ্য, গত ৬ মে নিহত কামরুজ্জামানকে (২২) কুপিয়ে খুন করে। সে উপজেলার ভেড়াখালী গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত ৭ মে বৃহস্পতিবার সকালে নিহতের নিজ বাড়ির বেড রুম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। হরিণাকুণ্ডু থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হারদী কৃষি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। গত ৬ মে বুধবার রাত ১টা পর্যন্ত বাবার সাথে কম্পিউটারে সিনেমা দেখে সে। এরপর সে নিজ ঘরের দরজা বন্ধ না করে ঘুমিয়ে পড়ে। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবীর জানান, নিহতের মাথায় ও কানে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। নিজ ঘরের বিছানার ওপরই এ হত্যার ঘটনা ঘটেছিল বলেও জানান তিনি। তখন হত্যার সঠিক মোটিভ উদ্ধার করা সম্ভব না হলেও হত্যার ৭ দিনের মাথায় ক্লু উদ্ধার করে পুলিশ। সেসময় ঘটনাস্থল পরিদর্শন করেন সদর সার্কেল এএসপি গোপিনাথ কান্জিলাল। মামলায় নিহতের বাবা বাদী হয়ে কাউকে আসামী না করে একটি হত্যামামলা দায়ের করেন।