স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিলো নেপালের রামেচাপ জেলার ২৪ কিলোমিটার উত্তরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৪ মিনিটে নেপালে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৬। বাংলাদেশ ও ভারতেও যা অনুভূত হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ নিয়ে পরপর দু দিন ভূমিকম্প অনুভূত হলো নেপালে। গত শুক্রবার ধাদিং জেলায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিলো।