মেহেরপুর অফিস: দৈনিক মেহেরপুর সম্পাদক ও মেহেরপুর প্রেসক্লাবের সম্পাদক রশিদ হাসান খান আলোর মাতা মরহুমা বেগম নার্গিস আরার ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বাদ মাগরিব শহরের পণ্ডের ঘাট আল আকসা মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করে মসজিদের ইমাম শাহজান কবির সজল।