দামুড়হুদার জয়রামপুরে শাশুড়ি ও পুত্রবধূকে ধর্ষণের অপচেষ্টা : মামলার প্রক্রিয়া

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা জয়রামপুর মল্লিকপাড়ার হাশেম আলীর ছেলে ইকবাল ও হামিদের ছেলে রেজাউলের বিরুদ্ধে প্রতিবেশী দিনমজুরের স্ত্রী ও পুত্রবধূকে ধর্ষণ অপচেষ্টার অভিযোগ তুলে মামলা হচ্ছে। চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশন এ তথ্য জানিয়ে বলেছে, ১২ মে রাতে দিনমজুরের স্ত্রী ও পুত্রবধূকে ঘরের বারান্দায় মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে। শাশুড়িকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী স্থানে। সেখানে ধর্ষণ অপচেষ্টার এক পর্যায়ে চিৎকারে অভিযুক্তরা সরে পড়ে। স্থানীয়রা দিনমজুরের স্ত্রীকে উদ্ধার করে।
মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও মামলা নেয়নি বলে নির্যাতনের শিকার দিনমজুরের পরিবারের সদস্যরা জানিয়ে আইনগত সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছে। গত ১৪ মে আবেদন পাওয়ার পর ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শন করে। প্রতিনিধি দলে ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, সমন্বয়কারী রউফুন নাহার রীনা, মানবাধিকার রক্ষা সেলের অপারেশন অফিসার অ্যাড. কাউজার হোসেন জোয়ার্দ্দার, প্যানেল আইনজীবী অ্যাড. জিল্লুর রহমান জালাল, তথ্য কর্মকর্তা অ্যাড. নওশের আরী, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দীন হাবলু, নারী ও শিশু নির্যাতন সেলের দামুড়হুদা উপজেলা সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সেক্রেটারি অ্যাড. আবু তালেব প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরেজমিন পরিদর্শনকালে অভিযোগের সত্যতা মিলেছে। পূর্ব বিরোধের জের ধরে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে দরিদ্র দিনমজুরের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবতা ফাউন্ডেশন আইনগত সহায়তা দিয়ে মামলার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে।