খবর:(চুয়াডাঙ্গা রাঙ্গিয়ারপোতার নুরিয়া ফেনসিডিলসহ গ্রেফতার)
বুঝলে দাদু বিরাট জাদু
ফেনসিডিলের মাঝে আছে,
ঘুষ সেলামি পুলিশ বাবুর
পেটের ভাঁজে ভাঁজে আছে।
বিজিবি সব ঘুমায় নাকি
মাদক বেজায় আসে খালি,
যায় কেলিয়ে যুব সমাজ
নেশার টানে ভাসে খালি।
মাদক যারা ঠেকায় তারা
মাসিক টাকা তুলে বেড়ায়,
নিরপরাধ অনেক মানুষ
মামলা-কেচে ঝুলে বেড়ায়।
এইটা তেলেসমাতি;
মুখ খোলে না কর্তা মশাই
যায় জ্বলে লাল বাতি!
-আহাদ আলী মোল্লা