হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের উদ্যোগ গ্রহণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক এক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার অ্যাকশন ইন ডেভেলপমেন্ট এইড’র বাস্তবায়নাধীন ড্রিম প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা অধিকার মঞ্চ সভাপতি অ্যাড. খোদা বক্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মখলেসুর রহমান এবং কৃষি অফিসার আরশাদ আলী সমাজের সুবিধাবঞ্চিত জনগণের শিক্ষা ও কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এইড কর্মকর্তা মনির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোক্তার আলী, শিক্ষাবীদ মোসলেম উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমানসহ, এইড’র এরিয়া কোঅর্ডিনেটর নাসির উদ্দীন বিশ্বাসসহ শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষ।