মেহেরপুর অফিস: ‘চাই স্বপ্নের মেহেরপুর’ শিরোনামে মেহেরপুরে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে মেহেরপুর কমিউনিটি সেন্টারে ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মেহেরপুরের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ নাসির উদ্দিন মীরু’র সভাপতিত্বে ও প্রথম আলো’র মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য’র সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক হাবিব আনিসুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মতিন মাষ্টার, ড. গাজী রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সহকারি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, প্রভাষক নূরুল আহমেদ, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক খান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, এনামুল আজিম, প্রভাষক মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সংগঠক কে.এম ফজলুল করিম, দৈনিক আলোকিত বাংলাদেশ’র বার্তা সম্পাদক তারিক-উল ইসলাম, সাপ্তাহিক মুক্তিবাণী’র নির্বাহী সম্পাদক ও গ্রেটার কুষ্টিয়া নিউজের সম্পাদক মুহম্মদ রবীউল আলম, শিক্ষক নেতা মোখলেছুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, অরণী’র সভাপতি নিশান সাবের, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন, শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুবুল আলম মন্টু, মানব উন্নয়ন কেন্দ্র মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, মৃত্তিকা সংগঠনের সভাপতি মানিক হোসেনসহ মেহেরপুরের শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন- মেহেরপুরের উন্নয়নে স্বপ্ন দেখার ছেলে তৈরি হয়েছে। সকলের মিলিত স্বপ্নে মেহেরপুর গড়তে হবে। প্রবীনরা নবীনদের হাতে হাত রেখে স্বপ্নের মেহেরপুর গড়তে চায়। দেখতে চায় মাদকমুক্ত সমাজ, যৌতুকবিহীন বিয়ে, আদর্শ সমাজ ব্যবস্থা। তারা দেখতে চান মেহেরপুরে রেল লাইন ও স্থল বন্দর বাস্তবায়ন, মুজিবনগরভিত্তিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ মেহেরপুরের নানাবিধ উন্নয়ন। চান স্বপ্নের মেহেরপুর।