গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা আওয়ামী তরুণলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে দেলোয়ার হোসেন মিঠু সভাপতি ও মুকুল হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি মিঠুর হাতে কমিটির তালিকা তুলে দেন জেলা তরুণলীগের সভাপতি ননি গোপাল সাহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক অসিম কুমার সানতারাসহ নেতৃবৃন্দ।