গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র সহায়তা কার্ড নিবন্ধন শুরু হয়েছে। গত দু দিন ধরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও অনুযায়ী নিবন্ধন শুরু হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌর এলাকার কয়েক হাজার দরিদ্র মানুষের জন্য বছরে ৩/৪ বার সহায়তা দেয়া হবে। এর মধ্যে খাবার, পোশাকসহ বিভিন্ন সহযোগিতা রয়েছে। এ লক্ষ্যে পৌর এলাকায় ওয়ার্ডভিত্তিক কার্ড নিবন্ধন শুরু হয়েছে। ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে প্রতিদিন সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন এলাকার মানুষ কার্ড নিবন্ধনের জন্য প্রতিদিনই ভিড় করছেন।
ফাউন্ডেশনের সহসভাপতি শাহীনা ইসলাম জানান, ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলামের প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন সংগঠনের কর্মীবৃন্দ। কয়েকদিনের মধ্যে এক কার্যক্রম সম্পন্ন হলে সহযোগিতা দেয়া শুরু হবে। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।