গাংনীতে গরু ব্যবসায়ীদের ১৩ লাখ টাকা ছিনতাই

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বাওট মাঠ থেকে গত শুক্রবার রাতে কয়েকজন গরুব্যবসায়ীর কাছ থেকে ১২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। এ ব্যাপারে গতকাল শনিবার গাংনী থানায় একটা মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। গরুব্যবসায়ী কামারখালী গ্রামের সেলিম জানান, শুক্রবার রাতে তারা ১২ জন গরুব্যবসায়ী টাকা নিয়ে দিনাজপুর যাচ্ছিলেন। বাওট মাঠের মধ্যে পৌঁছুলে ১৫/২০ জন সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে ১২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।