ভালাইপুর প্রতিনিধি: একীভূত শিক্ষার মানোন্নয়নে স্কুল ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ে ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডের সহযোগিতায়, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সমন্বয়ে মতবিনিময়সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক একেএম আলী আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, এসএমসি’র সদস্য ওসমান গনি, সহকারী শিক্ষক ফজলুল হক মালিক, নাজমুল কবীর, প্রত্যাশার সমন্বয়কারী সাইদুর রহমান, ফিজিওথেরাপিস্ট জিএম জাকারিয়া হাসনাত।
একই বিদ্যালয়ে দুপুর ১২টার দিকে একীভূত শিক্ষার মানোন্নয়নে স্কুল পর্যায়ে অভিভাবক কমিটির সাথে মতবিনিমসভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে স্কুল পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্লাব গঠন করা হয়েছে। এদিকে একীভূত শিক্ষার মানোন্নয়নে স্কুল ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডের সহযোগিতায়, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি রোকনুজ্জামান, প্রধান শিক্ষক নিগার সুলতানা, সদস্য ও প্রধান শিক্ষক হাফিজুর রহমান, প্রত্যাশার সহসমন্বয়কারী আরিফুর রহমান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন নুরুজ্জামান ও বিপুল হোসেন।