আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার ওসমানপুর গ্রামে সাপের ছোবলে নুর ইসলাম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতপরশু শুক্রবার সন্ধ্যায় রাস্তা থেকে বিষাক্ত সাপে দংশন করে। স্বজনরা কবিরাজের কাছে নিয়ে গিয়ে ঝাঁড়ফুঁক করানোর এক পর্যায়ে তার মৃত্যু হয়। আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে নুর ইসলাম বিকেলে গ্রামের এক ব্যক্তির গাছ থেকে কাট কলার কাদি টেনে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলো। কাদি টানা শেষ হলে সে রাস্তার ওপর দাড়িয়ে থাকা অবস্থায় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সাথে সাথে বাড়ি ফিরে সাপে কাটার ঘটনা স্বজনদের জানালে তারা তাকে গ্রামের ওঁঝার কাছে নিয়ে যান। সেখানে কোন কাজ না হলে মালিহাদ গ্রামের আরেক কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি ঝাঁড়ফুক করেও কোন বিষ নামাতে না পারলে ওই কিশোর মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যুর পর স্থানীয় সচেতন যুব সমাজ সমালোচনা করে বলে, অসচেতনতার কারণেই হাসপাতালের বদলে কবিরাজের নিকট নিযে কিশোর নূর ইসলামকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।