বাংলাদেশে আসতে অনীহা ধোনি-কোহলির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সফরে ভারত দলের সাথে নাও আসতে পারেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। এ দুজন না এলে বাংলাদেশে ওয়ানডে ও টেস্টে নতুন দু জন অধিনায়ক নির্বাচন করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের। ভারতের সংবাদমাধ্যম গতকাল শুক্রবার জানায়, ধোনি ও কোহলি এরই মধ্যে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে বিশ্রাম চেয়েছেন। সাথে আরও কিছু সিনিয়র খেলোয়াড়ও বিশ্রাম চেয়েছেন।
টেস্ট অধিনায়ক কোহলি এরই মধ্যে বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুরের সাথে কথা বলেছেন।
ভারতের সাবেক অধিনায়ক ও বিশেষজ্ঞ সুনিল গাভাস্কার বলেন, আমি বুঝতে পারছি, কোহলি বিশ্রাম চাইছে। সে সম্ভবত শুধু টেস্ট খেলতে পারে। বাংলাদেশ সফরে ভারত একটি টেস্ট খেলবে। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।  ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৭ জুন ঢাকা পৌঁছুবে ভারত দল। এনডিটিভি জানায়, বাংলাদেশ সফরের দল ২০ মে ঘোষণা করবে বিসিসিআই।