পাকিস্তান সফর বাতিল করলো জিম্বাবুয়ে

মাথাভাঙ্গা মনিটর: নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের ক্রীড়া ও বিনোদন কমিটির পরামর্শক্রমে এ সফর বাতিল করা হয়েছে। দেশটির ওই কমিটি এই মুহূর্তে পাকিস্তান সফর নিরাপদ নয় এমন মন্তব্য করার পর এ সিদ্ধান্ত নিলো দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ। আগামী ২২ মে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান আসার কথা ছিল জিম্বাবুয়ে দলের। এর আগে জিম্বাবুয়ের ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছিলো, তারা পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। করাচিতে একটি বাসে বন্দুকধারীদের হামলায় ৪৩ জন নিহত হওয়ার পর নিরাপত্তার ইস্যু নিয়ে সংশয় দেখা দেয়। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ রয়েছে। সেই হামলায় ছয় জন পুলিও ও দু জন সাধারণ মানুষ নিহত হয়। সেই সাথে শ্রীলঙ্কা দলের ছয় জন সদস্যও আহত হয়েছিলেন।