চুয়াডাঙ্গার তিতুদহে প্রভাবশালী কৃষক ইকলাছের বাড়িতে মুখোশধারী ডাকাতদলের দীর্ঘ সময় ধরে তাণ্ডব
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ গ্রামের ইকলাছ হোসেনের বাড়িতে মুখোশধারী ডাকাতদল তাণ্ডব চালিয়েছে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির সময় বাধা দেয়ায় বাড়ির গৃহকর্তাসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়েছে একটি মেমরিকার্ড।
সরেজমিনে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তিতুদহ গ্রামের লুৎফর রহমান পুটের ছেলে ইখলাছ হোসেনের বাড়িতে ১০-১২ জনের মুখোশধারী একদল ডাকাত পাঁচিল টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে। এ সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা, ২টি সোনার গয়না, ১টি গলার চিক, ৪ জোড়া কানের দুল, ২টি সোনার চুরি, ১টি বেসলেট, ১টি সোনার আংটি, ৩টি মোবাইল ও ২টি বিদেশি টর্চলাইট লুট করে নেয়। ডাকাতির সময় বাধা দেয়ায় ইখলাছ হোসেন (৩০), মা রাশিদা বেগম (৪৫), স্ত্রী বীথি খাতুন (২৫) ও মেয়ে ফারহানা খাতুনকে (৯) রামদার উল্টোপিঠ দিয়ে পিটিয়ে আহত করে। বাড়ির গৃহকর্তা ইখলাছ হোসেন জানান, ডাকাতদল বাড়ির সামনের মসজিদের মাইকের তার কেটে, বাড়ির বাইরের লাইট ভেঙে পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢোকে। ডাকাতদলের সদস্যদের মুখ বাঁধা ছিলো। তাদের বয়স অনুমান ২২-২৫ এর মধ্যে হবে। তিনি আরও বলেন, ডাকাতরা আড়িয়ামাঠের মধ্যে ডাকাতি করা মালামাল ভাগবাটোয়ারা করেছে। যেখানে ভাগবাটোয়ারা করেছে সেখানে মোবাইলগুলোর সিম এবং একটি মেমরিকার্ড ফেলে রেখে গেছে। যা পুলিশকে দেয়া হয়েছে। খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর , চুয়াডাঙ্গা সদর থানা ইন্সপেক্টর লিয়াকত আলী। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ডাকাতির ঘটনাটি যেখানে ঘটেছে তিতুদহ ক্যাম্প থেকে মাত্র ২ মিনিটের পথ। এ বিষয়ে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই কাইয়ুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল একই ইউনিয়নের কলাগাছি গ্রামের সুবল ঘোষের ছেলে রাজ কেষ্টর বাড়িতে হানা দেয়। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ২টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতদল পালিয়ে যায়। এদিকে হিজলগাড়ি বাজার এলাকার একজন লিচু বিক্রেতা জানান, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে আমি লিচু আনতে দর্শনার দিকে আলমসাধু নিয়ে যাচ্ছিলাম। এ সময় লুঙ্গি পরা ৫ জন অপরিচিত লোক আমার আলসাধুতে ওঠে। দুধপাতিলা ব্রিজের নিকট নেমে প্রত্যেকে লুঙ্গির নিচে পরা হাফপ্যান্ট থেকে ১০ টাকা করে ভাড়া দিয়ে চলে যায়।