মাথাভাঙ্গা মনিটর: ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ সরবরাহকালে নিখোঁজ একটি মার্কিন সামরিক হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। চীন সীমান্তের কাছে এটির সন্ধান পাওয়া যায়। গতকাল শুক্রবার নেপালের সামরিক বাহিনী একথা জানায়।
মেজর জেনারেল বিনজ ব্যাসনেট টেলিফোনে এএফপিকে বলেন, সেখানে কেউ জীবিত আছে কিনা, আমরা এখন তা নিশ্চিত করতে পারছি না। আমরা আকাশ থেকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখতে পেয়েছি। আমরা এখন সেখানে অবতরণের চেষ্টা করে আরো তথ্য জানার চেষ্টা করছি। নেপালে তিনদিন আগে আটজন আরোহীসহ যুক্তরাষ্ট্রের সেনা হেলিকপ্টার নিখোঁজ হয়। চীন সীমান্তের কাছে নেপালের ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ত্রাণকাজে নিয়োজিত এ হেলিকপ্টারটিতে ছয়জন মার্কিন মেরিন সেনা ও দুইজন নেপালি সেনা ছিলো।
গত মঙ্গলবার দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের একটি শহরের কাছে চাল ও ত্রিপল নিয়ে যাচ্ছিলো হেলিকপ্টারটি।