দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলার উদ্বোধন আজ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপি নজরুল মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ফরিদুর রহমানসহ অন্যান্য নজরুল অনুরাগীরা এসময় উপস্থিত থাকবেন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, ১৬ মে উদ্বোধন, ১৭-২৩ মে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নজরুল মেলা ও সাংস্কুতিক অনুষ্ঠান. ২৪ মে রোববার বিকেল ৩টায় আলোচনাসভা ও ২৫ মে সোমবার বেলা ১১টায় সমাপনী অনুষ্ঠান।