মেহেরপুরে স্বামীর হাতে মাদক কেনার টাকা তুলে না দেয়ায় স্ত্রীর ওপর ক্ষোভ
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে মাদকসেবী স্বামী আহম্মদ আলী শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী পারভিনা খাতুনকে। মাদক কেনার টাকা না পেয়ে পারিবারিক কলহের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নিজ ঘরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছে পাষণ্ড স্বামী। হত্যা করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছে ঘাতক স্বামী আহম্মদ আলী। ঘাতক স্বামী আহম্মদ আলী আশরাফপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-শাশুড়ি প্রায়ই পারভিনার (২২) ওপর নির্যাতন চালাতো। সকালে মাদক কেনার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে আহম্মদ আলী। টাকা দিতে অপারগতা প্রকাশ করে স্ত্রী পারভিনা। এ নিয়ে আবারো কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে পাষণ্ড স্বামী আহম্মদ আলী গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রী পারভিনা খাতুনকে। স্ত্রীকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে। তারা গণধোলাই দিয়ে তাকে বিদ্যুতের পোলে বেঁধে পুলিশে খবর দেন। পুলিশ ঘাতক স্বামীকে আটক করে থানায় নেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক আহম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এদিকে গতকাল লাশের ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ নিহতের পিতাপক্ষের লোকজনের হাতে তুলে দেয়া হয়। বাদ আছর আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে তার লাশ দাফন করা হয়। নিহত পারভিনা খাতুন ওই গ্রামের আলাল শেখের কন্যা। প্রায় দু বছর আগে তার বিয়ে হয় আশরাফপুর গ্রামের আহম্মদ আলীর সাথে। সংসার জীবনে তাদের ঘরে আসে এক কন্যা সন্তান। তার নাম রাখা হয় সুখি। সুখির বর্তমান বয়স ১৫ মাস।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিলো। মেহেরপুর সদর থানা পুলিশের এসআই আহসান উল্লাহ জানান নিহতের স্বামী আহম্মদ আলীর নামে বর্তমানে ৫৪ ধারায় মামলা হয়েছে।