টিপ্পনী

খবর: (দামুড়হুদায় বাল্যবিয়ে পড়ানোর দায়ে কজির জেল)

 

হায়রে কাজি ফাঁকিবাজি

সারা জীবন করলেন,

বসে বসে মাংস জোশে

টাকার তবিল ভরলেন

 

পয়সা পেলেন মাংনা খেলেন

উল্টো পথে হাঁটলেন,

বিয়ে বাড়ি মেরে ঝাড়ি

পরের পকেট কাটলেন

 

বাল্য বিয়ে দিয়ে দিয়ে

পয়সা পেয়ে হাসলেন,

অবশেষে হুজুর বেশে

আচ্ছঅ ফাঁসা ফাঁসলেন!

 

-আহাদ আলী মোল্লা।

Leave a comment