স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি মহিলা মাদরাসাপাড়ায় বাঁশের খুঁটিতে তার দিয়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুত লাইন এলাকাবাসীর মরণ ফাঁদে পরিণত হয়েছে। আর্থিক সুবিধার বিনিময়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের এক শ্রেণির অসাধু কর্মচারীর যোগসাজশে বাঁশের খুঁটি দিয়ে এসব বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানায়, ওই এলাকায় এভাবে অনেক বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। মহিলা মাদরাসাপাড়ায় রাস্তার পাশ দিয়ে বাঁশের খুঁটিতে ফাটা তার দিয়ে কয়েকশ সংযোগ দেয়া হয়েছে ৩শ থেকে ৫শ গজ দূরে। বাঁশের খুঁটিতে ফাটা তারের এ ঝুঁকিপূর্ণ সংযোগের কারণে যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতীর ঘটনা। এভাবে অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে বিদ্যুত বিভাগের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।