চুয়াডাঙ্গার আমিরপুর গ্রামের পথসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আওয়ামী লীগ ক্ষমতায় এলে কৃষিতে বিপ্লব ঘটে

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্দেশে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে কৃষিতে বিপ্লব ঘটে। বর্তমানে আমাদের দেশের কৃষকদের উৎপাদিত পণ্য নিজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষিপণ্য রফতানি করছে। তিনি মোমিনপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয় উদ্বোধন করেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের রেলগেটে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্দেশে এক পথসভার আয়োজন করে। এলাকার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতে পথসভা জনসভায় রূপ নেই। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আমিরপুর গ্রামের ভাঙ্গা রাস্তাসহ বোয়ালমারী গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশের রাস্তা ও গ্রামের রাস্তা পরিদর্শন করেন। অনুষ্ঠান শুরুর আগে প্রবীণ আওয়ামী লীগর নেতা অসুস্থ নবিছদ্দিনের সাথে দেখা করেন। তার শয্যাপাশে কিছুক্ষণ বসে থেকে কুশলবিনিময় করেন তিনি। এছাড়া তিনি মোমিনপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয় উদ্বোধন করে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, ক্রীড়া সংগঠক যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, নীলমণিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমদাদুল হক মিলন, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, ৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সাহেদ, সাধারণ সম্পাদক সাইফুলসহ আওয়ামী লীগ নেতা জাকির মেম্বার, ফরজ মেম্বার, বাবলু মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজু, সাধারণ সম্পাদক রতন, সাংগঠনিক সম্পাদক আক্তার, যুবলীগ নেতা মুন্নাফ, হাসেম, রশিদুল, কলেজ ছাত্রলীগ নেতা আলামিন প্রমুখ।

হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে কৃষিতে বিপ্লব ঘটে। কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বর্তমানে আমাদের দেশের কৃষকদের উৎপাদিত পণ্য নিজ দেশের ১৬ কোটি মানুষের চাহিদা মিটিয়ে শ্রীলঙ্কায় ৫০ হাজার টন চাল রফতানি করা হয়েছে। এখন আর সারের জন্য নেতাদের বাড়িতে ধরনা দেয়া লাগে না। কৃষকেরা সময়মতো সার পাচ্ছে। তাই কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে। এছাড়া তিনি আমিরপুর গ্রামের দুটি মসজিদের সোলার বিদ্যুত লাগানোর কথা বলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মজিদ, জয়েন্ট সেক্রেটারি মোমিন।

Leave a comment