ইবিতে বিশেষ কোটার ফলাফল প্রকাশ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার বিশেষ কোটার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও সংলিষ্ট ইউনিট সম্বয়কারীর কার্যালয়ে পাওয়া যাবে।

বিশেষ কোটার সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান বলেন, মুক্তিযোদ্ধা কোটায় ৭৪ জন, প্রতিবন্ধী কোটায় ১৫ জন, উপজাতি কোটায় ৫, ক্ষুদ্রজাতি সত্তা ও নৃগোষ্ঠী কোটায় ৫ জন ও হরিজন কোটায় দুজনসহ ১০১ জনকে মেধা তালিকা ও বাকিদের অপেক্ষমাণ তালিকায় রেখে বিশেষ কোটায় উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যবে। তিনি আরও বলেন, মেধা তালিকায় উত্তীর্ণদের আগামী ১৮ মের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৯ মে থেকে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।