আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খাসকররায় বজলুর বিরুদ্ধে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে ইউনুস আলীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সে সময় বাড়ির মহিলাদেরকেও মারধর করেছে। আহত ইউনুস আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে জানিয়েছে পরিবারের সদস্যরা।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা করিমপুরপাড়ার মৃত ইজ্জত আলির ছেলে বজলুর রহমান তুচ্ছ ঘটনায় প্রতিবেশী মৃত আবু বকরের ছেলে ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এ সময় বজলু গং ইউনুস আলীর পুত্রবধূ ছুটে গিয়ে শ্বশুরকে ঠেকাতে গেলে তাকেও মারপিট করেছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় আহত ইউনুস আলীর ছেলে আব্দুর রশিদ লিখিত অভিযোগ করেছে। এছাড়াও ২০০৩ সালে তাকে রাতে আঁধারে ধরে নিয়ে গিয়ে এলোপাড়ি কুপিয়ে মাথা, পিট, হাত, জখম করে মরে গেছে বলে পাটক্ষেতে ফেলে রেখে যায়। পরে ইউনুস আলী কোনো রকমে মাঠের পাশে একজনের বাড়িতে এলে তারা তার পরিবারকে খবর দিলে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে।